জুলাই ৫, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

খুলনায় জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

খুলনা, প্রতারক, গ্রেপ্তার, র‌্যাপিড, ব্যাটালিয়ন
আসামি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

ঢাকা (৫ অক্টোবর) : জাল সার্টিফিকেটসহ ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে খুলনায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। এর আগে একই দিন খুলনা মহানগরীর বয়রা বাজারের প্রত্যাশা প্লাজার দ্বিতীয় তলা থেকে জাল সার্টিফিকেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- নগরীর বয়রা বাজার এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে ইয়াসিন হোসেন (২৮) ও পাইকগাছা উপজেলার মধুখালী গ্রামের মৃত কালিপদ মন্ডলের ছেলে শীবপদ মন্ডল (৪৩)।

র‌্যাব সূত্রে জানা গেছে, বয়রা বাজারের রনি ওয়ান লাইন সলিউশন ও অয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে দুটি দোকানে অভিযান চালিয়ে ওই ২ জন প্রতারককে প্রতারণার বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা গেছে, একই সময় প্রতারণায় ব্যবহৃত ২টি সিপিইউ, ২টি মনিটর, ২টি কি-বোর্ড, ২টি মাউস, একটি স্ক্যানার ও ৩টি প্রিন্টার জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জালিয়াতি করে মানুষের সাথে প্রতারণা এবং বিভিন্ন ভুয়া সনদ প্রদানের প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করার বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় আসামিদের সোনাডাঙ্গা থানায় সোপর্দ করাসহ একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...