ঢাকা (২২ সেপ্টেম্বর) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।
বুধবার বিকেল ৫টা থেকে উপজেলার কাঁচপুর এলাকার সিনহা গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
অবরোধে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, লকডাউনের সময় থেকে বেতন বকেয়া রয়েছে। সকালে তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা বলেছিল। ফলে সকাল থেকে অপেক্ষা করেছি। কিন্তু বিকেল পর্যন্ত মালিক পক্ষের কোনো সাড়া না পেয়ে অবরোধ করেছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরে অবরোধ প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।