মে ১০, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ

ঈদ শেষ হলেও কমছে না বাস ভাড়া

লক্ষ্মীপুর (০৯ মে): প্রতি বছর ঈদকে সামনে রেখে বাস মালিক গুলো বাস ভাড়া বাড়িয়ে দেয় ।প্রতিবারের ন্যায় এবারও তার ব্যতিক্রম হয়নি সবকিছু ঊর্ধ্বমুখী দামের সাথে বাস ভাড়াও অতিরিক্ত দিতে হচ্ছে সাধারন মানুষদের।এতে করে সাধারন মানুষের কষ্টের সীমা যেন শেষই হচ্ছে না।

প্রতিবছর ঈদের আগের তিন দিন ও শেষ তিন দিন এর বাস ভাড়া বৃদ্ধি থাকলেও এবার যেন তার সময়সীমা শেষ হচ্ছেনা।

ঈদ শেষ হলো আজ প্রায় সাত দিন তারপরও এখনো বাসভাড়া কমেনি যেখানে আগে নরমাল নন এসি বাস ভাড়া ছিল রামগতি টু সায়েদাবাদ ৫০০ টাকা সেখানে তা এখনো নিচ্ছে ৬০০ টাকা করে।আর এসি বাস ভাড়া রামগতি টু ঢাকা ছিল ৫৫০ টাকা সেখানে তারা এখনও নিচ্ছে ৭৫০ টাকা করে।

এই অবৈধ ভাড়া বৃদ্ধির ব্যাপারটি সবার নাকের ডগার সামনে দিয়ে  চললেও ব্যাপারটি ব্যাপারে যেন জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন থেকে শুরু করে বাস মালিক সমিতি, মানবাধিকারকর্মী, ভোক্তা অধিকার সবাই যেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...