আগস্ট ৯, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

‘আমাদের বিদ্রোহীদের হয়তো সমর্থন দিয়ে উসকে দেওয়া হচ্ছে’

প্রার্থী, মেম্বার, নির্বাচন, প্রতীক, চালাকি, সফর-পরবর্তী
প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

ঢাকা (১৭ নভেম্বর) : ইউপি নির্বাচনে সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক দিচ্ছি বলে সংঘাত হচ্ছে তা নয়। মেম্বারদেরও নির্বাচন হয়। সেখানে কোনো প্রতীক থাকে না।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, তারা যেহেতু দলীয়ভাবে নির্বাচন করছে না তাই তাদের দলের নাম আসছে না। সেদিক থেকে তাদের চালাকিটা ভালোই। ভালো একটা চালাকি তারা করে দিয়েছে। ইলেকশনও করছে, আবার মারামারিও করছে। আবার উসকিয়েও দিচ্ছে। আমাদের বিদ্রোহীদেরও হয়তো সমর্থন দিয়ে উসকে দিচ্ছে।

আজ বুধবার গণভবনে বিশ্ব জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে সহিংসতা, কোন নির্বাচনে কবে না হয়েছে… সেটা হলো বাস্তব। তবে এটা ঠিক যে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু সেটা আমরা চাই না। হানাহানি হোক এটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আমরা শুধু চেয়ারম্যান পদের প্রতীক দিচ্ছি, কিন্তু সেখানে মেম্বারদেরও নির্বাচন হয়। সেখানে কোনো প্রতীক থাকে না। আপনারা ঘটনাগুলো দেখেন, সেখানে মেম্বারদের মধ্যেও গোলমাল। তাদের মধ্যেও মারামারি কাটাকাটি।

‘আবার তৃণমূলে এমনও হচ্ছে, নমিনেশন একজনকে দিচ্ছি, আরও হয়তো অনেকের আকাঙ্ক্ষা থাকে তারাও নির্বাচনে যায়। নির্বাচন সবাই করছে।’

শেখ হাসিনা বলেন, আমরা যেমন আওয়ামী লীগের নামে করছি, বিএনপি দলের নাম ছাড়া করছে। অন্যান্য দলও করছে। করছে না তা নয়। তারা সিদ্ধান্তই নিয়েছে দল নিয়ে করবে না। হানাহানি মারামারিটা ঠিক কোথায়, কাদের মধ্যে হচ্ছে, সেটা আপনারা দেখেন। আমার দলের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।

এ সময় যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিষয়ে তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। কিন্তু এর বাইরে যারা হানাহানি করলো, তাদের ব্যাপারে?

সরকারপ্রধান বলেন, আমরা কোনো রকম প্রাণহানি হোক এটা চাই না। তাই যেখানে ঘটনাগুলো হচ্ছে সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...