দেশে দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়েই চলেছে। প্রতিদিন গড়ে দুই’শর বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কোভিড-১৯ এর নতুন ভেরিয়েন্ট ডেল্টায় সংক্রমণ ও মৃত্যুও বাড়ছে।
ফলে দেশের কোনো হাসপাতালে আইসিইউ বেড খালি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সাধারণ করোনা বেডও পর্যাপ্ত খালি নেই। হাসপাতালে আসন পর্যাপ্ত না থাকায় করোনাভাইরাসে আক্রান্ত কম ঝুঁকিপূর্ণ রোগীদের হোটেলে রেখে চিকিৎসা দেওয়ার চিন্তা করা হচ্ছে। এজন্য হোটেল খুঁজছি। যাতে মৃদু আক্রান্তদের সেখানে রাখতে পারি।
আজ মঙ্গলবার সচিবালয়ে চলমান কঠোর বিধি-নিষেধ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাভাইরাসে আক্রান্ত সব রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। হালকা ও মাইল্ড কেসের রোগীদের জন্য আমরা আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করেছি, যেখানে ডাক্তার, নার্স ও ওষুধপত্র থাকবে। অক্সিজেনের ব্যবস্থাও আমরা রাখব।
তিনি আরও জানান, বর্তমান করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে হাসপাতালে ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে। আইসিইউ অলরেডি ৯৫ শতাংশ পূর্ণ।
তাই আমরা এর মধ্যে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করছি। সেখানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা হয়তো ৫০০ থেকে ৬০০ শয্যা বেড রেডি করতে পারব। পরে তা এক হাজার শয্যায় বাড়ানো যেতে যাবে।