জুলাই ২, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ

সেনবাগে দাফনের সাড়ে ৪ মাস পর যুবকের মরদেহ উত্তোলন

মরদেহ উত্তোলন, যুবক, ময়নাতদন্ত, মংচিংনু, কবরস্থান
মরদেহ উত্তোলন। ছবি : সংগৃহীত

ঢাকা (৪ অক্টোবর) নোয়াখালীর সেনবাগে দাফনের সাড়ে চারমাস পর ময়নাতদন্তের জন্য বেলাল হোসেন (১৯) নামের এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মংচিংনু মারমার উপস্থিততে উপজেলার শায়েস্তানগর গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে গত ১৬ মে আবদুল গোফরানের ছেলে বেলাল হোসেনকে একই এলাকার সাইফুল ইসলাম, আরাফাত হোসেন বাবু ও বেগমগঞ্জ এলাকার লাউতলী গ্রামের মোশারেফ হোসেন আহম্মদিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সড়কে পরিকল্পিতভাবে হত্যা করেন।

পরে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রচার করেন। ওই রাতেই মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরে হত্যার বিষয়টি বুঝতে পেরে নিহতের বড় ভাই মোফাজুল হোসেন ওরফে উজ্জল বাদী হয়ে গত ২২ আগস্ট আদালতে মামলা করেন। পরে পুলিশ আসামি সাইফুল ইসলাম ও মোশারেফ হোসেনকে গ্রেপ্তার করে।

এদিকে বেলাল হোসেনের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে পুলিশের আবেদন মঞ্জুর করে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। পরে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...