ঢাকা (১৬ অক্টোবর) :সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে মো. জাহাঙ্গীর হোসেন ডিসি।
আজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক) এ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক।
তিনি একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠে হাতে নেটের ঝুড়ি নিয়ে হাওর থেকে ময়লা তুলে নৌকায় থাকা প্লাস্টিকের বস্তায় ভরেছেন।
অভিযান কার্যক্রমে উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ হাওর বেষ্টিত একটি জেলা, এই জেলাকে অধিকাংশ মানুষ চিনে টাঙ্গুয়ার গুয়ার হাওরকে কেন্দ্র করে।
ফলে এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটকরা আসেন, তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো হাওরের প্রতিনিয়ত পর্যটকরা আসলেও কিছু মানুষ হাওরে প্লাস্টিকের বোতল, খাবারের ময়লা আবর্জনা ফেলে যায়।
যার কারণে এখানে পরিবেশ দূষণ হচ্ছে নষ্ট হচ্ছে হাওরের জীব বৈচিত্র্য, আমরা এগুলো আর মেনে নিব না। এখন থেকে আমরা নৌকার মাঝি থেকে শুরু করে সকল পর্যটকদের সর্তক করে দিতে চাই হাওরের পরিবেশ রক্ষায় আমরা এখন থেকে কঠোর অবস্থানে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল করসহ আরও অনেকে।