করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে শিল্পকারখানা চালু হচ্ছে।
করোনা মহামারি রোধে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে দুটি শর্ত দেওয়া হয়েছে, শিল্প-কলকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে এবং পুরোপুরি স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলাচল করতে হবে।
মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জারি করা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগের বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন দুটি শর্তে ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হল।