ঢাকা (০১ আগস্ট): পোশাক শ্রমিকদের ঢাকা আসার সুবিধার্থে গণ-পরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বিভিন্ন রুটে শ্রমিক পরিবহনের জন্য বাস ও লঞ্চ চলবে। তবে কয়েক ঘণ্টার জন্য এ অনুমতি দেওয়া হয়েছে।
শনিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে গণমাধ্যমকে জানানো হয়েছে, ‘রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে এক আগস্ট বেলা ১২টা পর্যন্ত গণ-পরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
আজ (শনিবার) সন্ধ্যার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে। রাতে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এছাড়া, দেশের সকল রুটে আগামীকাল (রবিবার) সারাদিন বাস চলাচল করবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ।
গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ।