ঢাকা (০৮ ডিসেম্বর): অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে ৭ ডিসেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। এরপর রাতেই সে পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এছাড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও ও অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছড়ানোর জেরে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগ থেকে পদ হারান সাবেক এই প্রতিমন্ত্রী।