ঢাকা (২০ অক্টোবর) : তিনদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। ভেসে গেছে জমির ফসল, আমন ক্ষেত, মাছের ঘের ও পুকুর।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে। বৃষ্টির কারণে নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগে রয়েছেন।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা করিম উদ্দিন জাগো নিউজকে বলেন, টানা বৃষ্টি কারণে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। বাড়ির উঠানে এখন হাঁটু পানি। বাড়ি থেকে বের হতে পারছি না। পানি বের হওয়ার কোনো পথও নেই। এখন পর্যন্ত জনপ্রতিনিধিরা আমাদের খোঁজ নেননি।
ওই এলাকার বাসিন্দা কাজী বাবু জানায়, ড্রেন দিয়ে পানি সরে না। উল্টো ড্রেনের পানি বাড়িঘরে প্রবেশ করছে। কোটি টাকা ব্যয়ে খাল খনন করা হলেও সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাণসায়ের খাল দিয়ে পানি সরে না।
শহরতলীর মাছখোল এলাকার বাসিন্দা সাকিবুল ইসলাম জানায়, কিছুদিন আগে টানা বৃষ্টিতে পুরো এলাকার সব বাড়িঘরে পানি উঠেছিল। পরে পানি একটু কমলেও গত তিনদিনের টানা বৃষ্টিতে ফের পানি জমেছে। বাড়ির উঠান, ফলের বাগান সব এখন পানিতে তলিয়ে আছে। আমাদের পাকা রাস্তার ওপরেও এখন হাঁটু পানি।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জাগো নিউজকে বলেন, নিম্নচাপের প্রভাবে সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে বুধবার (২০ অক্টোবর) বিকেল পর্যন্ত সাতক্ষীরায় ১০০ মিলিমিটারে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।