ঢাকা (১০ অক্টোবর) : বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে বিএসএফের হাতে আটক হয়েছে বাংলাদেশি এক ট্রাক ড্রাইভার।
আজ রবিবার বিকালে পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাক নিয়ে প্রবেশের সময় তল্লাশি করে ৩টি সোনার বারসহ তাকে আটক করা হয়।
রফিকুল ইসলাম (৩৫) নামে ওই ট্রাক ড্রাইভার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে তিনটি সোনার বার জব্দ করে নেয় বিএসএফ।
বিজিবির -৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ আলী জানান, বিএসএফ রফিকুল ইসলাম নামের বাংলাদেশি একটি ট্রাক ড্রাইভারের ট্রাক তল্লাশি করে ৩টি সোনার বার তাকে আটক করেছে।