ঢাকা(৩মার্চ): বদলির আদেশ উপেক্ষা করে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে পুরোনো কর্মস্থলেই সপ্তাহ ব্যাপি অফিস করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা চর কাদিরা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জসিম উদ্দীন হাওলাদারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত তিনি অফিস করেন।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারী লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ ০৫.৪২.৫১০০.০০৯.০২.০০৯.২৩-৩৬৫ নং স্মারকে একটি অফিস আদেশের মাধ্যমে মো.জসিম উদ্দীন হাওলাদারকে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। ওই আদেশে পরবর্তী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে নতুন কর্মস্থলে যোগদানসহ চর কাদিরা ইউনিয়ন ভূমি অফিস ত্যাগ করতে তাগিদ দেওয়া হয়।
অন্যথায় ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখের অপরাহ্ন থেকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।
কিন্তু আদেশে উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। বরং বর্তমান কর্মস্থলে এসে অফিস করছেন।
নাম প্রকাশ না করার শর্তে চর কাদিরা ইউনিয়ন ভূমি অফিসে আসা সেবাগ্রহীতারা বলেন, জসিম স্যার বদলির ভয় দেখিয়ে বাড়তি টাকার দাবি করে।বাড়তি টাকা না দিলে তাদের নামজারি না করারও হুমকি প্রদান করেন। এছাড়াও বদলির পূর্বে তার বিরুদ্ধে একাধিক ঘুষ বানিজ্য র অভিযোগ রয়েছে।
তারা আরও বলেন, তার অফিসে কর্মরতরা বলছেন বদলির বিষয় বানোয়াট এবং ভূয়া।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, বদলি আদেশে উল্লেখিত সময় সীমার পর কোনো অবস্থাতেই অফিস করার সুযোগ নেই। আমি এই বিষয়ে জেলা কর্মকর্তার সঙ্গে কথা বলবো।