আগস্ট ৩০, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ণ

বকশীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে রক্ত মাখা লাশ উদ্ধার

রক্ত, মাখ, লাশ উদ্ধার , বকশীগঞ্জ, লাশ, নারী, প্রকল্পের ঘর
নারীর লাশ। ছবি : সংগৃহীত

ঢাকা (৮ অক্টোবর) : জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ঘরে ছামিরন বেগম (৫৫) নামে এক নারীর রক্ত মাখা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) মধ্য রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলায় আশ্রয়ণ প্রকল্পে ছামিরনের বরাদ্দকৃত ঘর থেকে তার রক্তাক্ত মাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত নেহালের স্ত্রী ছামিরন বেগম দীর্ঘদিন যাবত আশ্রয়ণ প্রকল্পটিতে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন ডুমুরতলা গ্রামের ছামিরন বেগম। রাতে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। রাত ১২ টার দিকে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে এলোপাতারি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা হৈ হুল্লোড়ের শব্দ শুনে এগিয়ে এসে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ছামিরনকে ধারালো অস্ত্র দিয়ে দেহের বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে দুর্বৃত্তরা জানালা দিয়ে পালিয়ে যায়। এবং ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...