ঢাকা(১৬ ফেব্রুয়ারি): ফেনীর টাইম পাস সেন্টারে ফেনী জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শনিবার (১৫ ফেব্রুয়ারি) কমিটির নব নির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবুল হাসেম রতনের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এসম উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ আবু নাসের মজুমদার মেজবাহ, চট্টগ্রাম টেক্সবারের সাধারণ সম্পাদক বাকা উল্লাহ চৌধুরী ইরান, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক এডভোকেট মোশারফ হোসেন মানিক, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া ভূঞাঁ,
আরও উপস্থিত ছিলেন জেলা কর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হৃষিকেশ মজুমদার,সাবেক সাধারন সম্পাদক আয়কর উপদেষ্টা মোঃ ইউনুছ, নব নির্বাচিত সহ -সম্পাদক এম.আশ্রাফ হোসাইন সাদেক, কোষাধ্যক্ষ আরিফুল হাসান রবিন, এডভোকেট হুমায়ুন কবির বাদল, এডভোকেট শিপন বিশ্বাস প্রমূখ।