আগস্ট ৯, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

পাওনাদারদের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়া, শেরপুর, পাওনাদার, ব্যবসায়ী, আত্মহত্যা, চিকিৎসাধী হাসপাতাল
আত্মহত্যা ।ছবি : সংগৃহীত

ঢাকা (২৫ সেপ্টেম্বর): বগুড়ার শেরপুরে ঋণের টাকা পরিশোধের জন্য পাওনাদারদের চাপে নূর আলম (৩৩) নামে এক ধান ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নূর আলম উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এর আগে গত বুধবার বেলা ১১টার দিকে তিনি বিষপান করলে স্বজনেরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, করোনার আগে নূর আলম কিছু টাকা ঋণ করে ধান কেনাবেচার ব্যবসায় শুরু করেন। পরে করোনার কবলে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হন। পাওনাদারদের ঋণও শোধ করতে পারেননি। দেড় বছর ধরে কোনো কাজ না পেয়ে তিনি বাড়িতে বসে ছিলেন। ফলে টাকা পরিশোধে পাওনাদারদের চাপে মানসিক যন্ত্রণায় বুধবার বিষপান করেন নূর আলম।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নূর আলমের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...