জমি দখলে নিতে লক্ষ্মীপুরে নারী চিকিৎসককে মারধর
লক্ষ্মীপুরে জোরপূর্বক জমি দখল নিতে বাড়িতে গিয়ে একা পেয়ে তিথী ইসলাম নামে এক চিকিৎসককে মারধর করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) বিকেলে তিথী নিজেই জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি ০৮ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা তিনজনসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
এ ব্যাপারে তিথী ইসলাম জানান, আমি বাড়িতে একা ছিলাম। এ সুযোগে জমি দখল নিতে ও আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এখনও আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।
অভিযোগটি পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন- একই এলাকার মো. মোস্তফা, রুহুল আমিন, ফাতেমা বেগম, মাহমুদ হোসেন রিয়াজ, রেজাউল করিম পারভেজ, মো. পিটন, বিথী আক্তার, শেফালী বেগম ও অচেনা তিনজন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থল গিয়ে তদন্ত করা হবে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



