নভেম্বর ২১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

আজ থেকে শুরু হচ্ছে বে অব বেঙ্গল সম্মেলন

ঢাকা(০৭ অক্টোবর ): সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হয় আজ শনিবার থেকে।সম্মেলনে উপস্থিত থাকেন বিভিন্ন দেশের ২০০ জন বক্তা ও দেশি-বিদেশি ৬০০ জন আমন্ত্রিত অতিথি।শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

জিল্লুর রহমান বলেন, এবারের সম্মেলন হবে দ্বিতীয়তম। গত বছরের নভেম্বরে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলন আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন মালির সাবেক প্রধানমন্ত্রী মওসা মারা। এ ছাড়া বিশ্বের ৭৫টি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তা থাকবেন। ৭ থেকে ৯ অক্টোবর তিন দিন ধরে সম্মেলনে ৫০টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের আলোচ্য বিষয় ‘ইন্দো প্যাসেফিক ইস্যু ও ভূরাজনীতি’।

জিল্লুর রহমান বলেন, এই সংলাপের লক্ষ্য বে অব বেঙ্গল এলাকার দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা-বোঝা। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। পাশাপাশি এই অঞ্চলের বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি ও ভূরাজনীতি নিয়ে আলোচনা করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, এবারের সম্মেলনে বক্তা হিসেবে বাংলাদেশি কোনো রাজনীতিবিদ থাকবেন না সেইভাবে। গতবার একটি খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশের অনেক রাজনীতিবিদ ও মন্ত্রীদের আমন্ত্রণ করলেও তাঁরা আসেননি। অনেকে এসেও মঞ্চে কথা বলেননি। সেই পরিপ্রেক্ষিতে এবার দেশের সরকারি বা বিরোধী দলের কোনো রাজনীতিবিদকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে অতিথি হিসেবে থাকবেন অনেকেই।

জিল্লুর রহমান বলেন, দেশের বিভিন্ন সাবেক কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ীরা থাকবেন। তাঁরা কথা বলবেন। আজ সংবাদ সম্মেলনে সিজিএসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

ঢাকা(১৯ অক্টোবর): ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল ১৮ অক্টোবর ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের...

রামগতি ও কমল নগরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রামগতি ও কমল নগরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঢাকা(৮ সেপ্টেম্বর): লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় বন্যা দূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লায়ন্স ইন্টারন্যশনাল বাংলাদেশ৷ গতকাল...