ঢাকা (02 অক্টোবর ): সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর অন্তর্ভুক্ত লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫এ১, এর এই বছরের কার্যক্রম শুরু হয় গতকাল শুকবার (01 অক্টোবর ) সকাল ৭:৩০ জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড রেলির মাধ্যমে যা পর্যটন কর্পোরেশন থেকে শুরু হয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ভবনের সামনে এসে শেষ হয়।
অক্টোবর সেবা প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল করিম এই সময় আরো উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ১, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ ও জেলা গভর্নর টিমের অন্যান্য সদস্যরা।
লায়ন্সদের পাশাপাশি লিও জেলা ৩১৫এ১, সভাপতি লিও মেহেদি হাসান আকন্দের নেতৃত্বে জেলার লিও ক্লাব গুলো তাদের সদস্যদের নিয়ে রেলিতে অংশগ্রহণ করে।
সারা বিশ্বব্যাপী ক্ষুধা নিবারণ, দৃষ্টিশক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, শিশু ক্যান্সার, যুব উন্নয়ন, ডায়াবেটিস, মানবনতা এই আটটি বিষয়কে নিয়ে কাজ করছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। অক্টোবর সেবাকে সামনে রেখে লায়ন্স জেলা ৩১৫এ১ এর লায়ন্স ক্লাব ও লিও ক্লাব গুলো বিভিন্ন ধরনের সেবা মূলক কর্মসূচি হাতে নিয়েছে।
১৯১৭ সালের ৭ জুন যুক্তরাস্ট্রে প্রথমে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল লায়ন্স ক্লাবটি । যা প্রতিষ্ঠাতা করেন মেলভিন জোন্স তিনি ছিলেন একজন চিকাগোর ব্যবসায়ী, মানব হিতৈষী এক বীমা কর্মকর্তা।তারপর থেকে ক্লাবটি সারা বিশ্বে বিভিন্ন ধরনের সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির প্রধান কার্যালয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস এর ওয়াক ব্রুকে।