আগস্ট ৯, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

সাজেকে আগুনে পুড়লো ৪ রিসোর্ট

রিসোর্ট, টাকা, প্রাথমিকভাবে, রাঙামাটি, ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ড, সাজেক
আগুন। ছবি : সংগৃহীত

ঢাকা (২ ডিসেম্বর) : অগ্নিকাণ্ডের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনকোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নয়নাভিরাম সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আকাশ নামে একটি রিসোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এ অগ্নিকাণ্ডের ফলে পুড়ে গেছে আকাশ রিসোর্ট, মারুতি রিসোর্ট, মেঘসুট রিসোর্টসহ মোট ৪টি রিসোর্ট ও একটি বসতঘর পুড়ে গেছে। এ সময় রিসোর্টগুলোতে ৫৬ জন পর্যটক ছিলেন। প্রত্যেককেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

তবে, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় বড় ধরনের ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে অনেক রিসোর্ট। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ভস্মীভূত হয়েছে সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় সাড়ে তিন কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেন, “বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সবার সহযোগিতা ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

পার্শ্ববর্তী কিছু রিসোর্টে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তিনকোটি টাকার ওপরে হবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...