সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

রামগতি ও কমল নগরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স জেলা ৩১৫এ১ এর সহযোগিতায় কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে

ঢাকা(৮ সেপ্টেম্বর): লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় বন্যা দূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লায়ন্স ইন্টারন্যশনাল বাংলাদেশ৷ গতকাল রবিবাব উপজেলার ৭ টি স্পটে ৮০০ পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন৷

গত ০৭ সেপ্টেম্বর দুপুর ১টার সময় কমল নগর উপজেলার চর লরেন্স বাজার ঈদগা মাঠে লায়ন্স, লিও ও কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে এই কার্যকমের আনুষ্ঠানিকতা শুরু করেন৷ তার পর একে একে চর কাদিরা ইউনিয়নের,বাদামতলী,বটতলী,চরবসু ও রামগতির ও চর পোড়াগাছা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহবন্দী মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে৷

উপহার সামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন,লায়ন আক্তার হোসেন,লায়ন সাইদুর রহমান খান,লায়ন মিজানুর রহমান মিজান,লায়ন কাজী জিয়া উদ্দীন বাসিত,লায়ন আকবর হোসেন,লায়ন নূর হাওলাদার চুন্নু,লায়ন বকশি,লায়ন সরোয়ার হোসেন,লিও রায়হান আজিম,লিও আরমান হোসেন সহ আরও অনেক লায়ন ও লিও  এছাড়া আরও উপস্থিত ছিলেন কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ৷

এাণ বিতরনের সময় লায়ন আক্তার হোসেন বলেন, আমরা জানি আপনারা অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতেছেন৷ বন্যার ফলে মানব জীবন থমকে যায় কারও কোনো কিছু করার থাকেনা৷ তারপরও মানুষের জীবন থমকে থাকবেনা ইনশাআল্লাহ খুব দ্রুত আল্লাহ আপনাদের এই বিপদ থেকে রক্ষা করুক এই দোয়া রইল আপনাদের জন্য৷ আমরা বিশ্বের সর্ববৃহৎ লায়ন্স পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য পরিমান উপহার নিয়ে এসেছি যা আপনাদের সামান্যতম উপকারে হলেও আসবে বলে আমি মনে কর ৷ ইনশাআল্লাহ সামনের দিনে আমরা আরও বেশী করে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো৷

এসময় কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের কর্ণধার কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করাই আমাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।আমরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন উপায়ে মানবসেবা কার্যক্রম করতেছি এবং সামনেও যেকোন দুর্যোগে মোকাবেলা মানুষের পাশে থাকতে সর্বদাই প্রস্তুত ।

তিনি আরও বলেন, আমাদের এই  ফাউন্ডেশনটা ২০২১ সালে প্রতিষ্ঠা লাভ করেন। ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা লাভের পর থেকেই ফাউন্ডেশনের  সদস্যরা বিভিন্ন মানব সেবা মুলুক সমাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে৷

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চালু হচ্ছে কমলনগর গর্ব নামে সম্মাননা পুরস্কার

চালু হচ্ছে কমলনগর গর্ব নামে সম্মাননা পুরস্কার

ঢাকা(১০জুলাই): লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় 'কমলনগরের গর্ব' নামে সম্মাননা পুরস্কার চালু করার উদ্বেগ নিয়েছে সানরাইজ ক্লাব ও কমলনগর যুব ওয়ারিয়রস...

অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ

অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঢাকা(৯এপ্রিল): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ ক্লাবের পক্ষ থেকে প্রতিবন্ধী অসহায় অসুস্থ মানুষদের মাঝে প্রথম পযায়ে ১০টি হুইলচেয়ার বিতরণ...