জুন ৬, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আইইবি

ঢাকা(১৮মে): আজ বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আবদুস সবুর বলেন, আমরা সবসময়ই প্রকৌশল পেশাজীবিদের জন্য কাজ করে যাবো। সরকার ও প্রকৌশলীদের মধ্যে সমন্বয় করে এগিয়ে যাব।

আইইবি’র নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর আরও বলেন, আইইবির ৭৫ বছরের পুরনো প্রতিষ্ঠান। বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। অতীতে দেশের ক্রান্তিলগ্নে জাতিকে প্রকৌশল দিশা দিয়েছে আইইবি। ভবিষ্যতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

এই সময় আরও বক্তব্য প্রদান করেন, আইইবি’র বিদায়ী প্রেসিডেন্ট ইঞ্জি. নুরুল হুদা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু, বিদায়ী সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ শাহাদাৎ হোসেন শীবলু, পিইঞ্জ।

বিদায়ী প্রেসিডেন্ট ইঞ্জি. নুরুল হুদা বলেন, রাজনৈতিক আদর্শ এবং ইনস্টিটিউশনের আদর্শ আলাদা। এই দুই আদর্শকে এক করে ফেলা ঠিক হবে না৷ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মানেই প্রকৌশলীদের দাবি-দাওয়া,সমস্যা সমাধানে সরকারের সাথে সমঝোতা করা। পেশাজীবিদের সাথে সরকারের সমন্বয় করে দেওয়া। সেই কাজটিই নবনির্বাচিত প্রকৌশলীরা করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, যে প্রতিশ্রুতি গুলো দেশের ৭০ হাজার প্রকৌশলীদের কাছে আমরা দিয়েছে তা রক্ষা করবো। দেশের প্রকৌশলীদের যেকোন সমস্যায় অতীতের মতোই পাশে থাকবো। দায়িত্ব অর্জন করার চেয়ে তা পালন করা কঠিন, সে ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

বিদায়ী সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ শাহাদাৎ হোসেন শীবলু সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মঞ্জুর মোর্শেদসহ আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদকবৃন্দসহ আইইবির বিভিন্ন সেন্টার, সাব-সেন্টার ও ডিভিশনের নেতৃত্ববৃন্দ৷

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

পপুলার ডায়াগনস্টিক সাথে ফায়ার সার্ভিসের সমঝোতা স্মারক স্বাক্ষর

পপুলার ডায়াগনস্টিক সাথে ফায়ার সার্ভিসের সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা(১৮ মে): পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ১৭ মে সকাল ১১টায়...

জাতি এখন দিন বদলের সুফল ভোগ করছে: আইইবি

জাতি এখন দিন বদলের সুফল ভোগ করছে: আইইবি

ঢাকা(১৫ মে):চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগিয়ে তরুনদের শক্তিকে জনশক্তিতে রুপান্তর করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের বাজারকে শ্রমবাজারে পরিনত করতে...

আইইবির ৬০ তম জাতীয় সেমিনারের উদ্বোধনী

আইইবির ৬০ তম জাতীয় সেমিনারের উদ্বোধনী

ঢাকা(১৫ মে): রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০ তম কনভেনশনের জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের...

স্মার্ট বাংলাদেশ নির্মাণের রোডম্যাপ দিবে আইইবি

স্মার্ট বাংলাদেশ নির্মাণের রোডম্যাপ দিবে আইইবি

ঢাকা(১৫মে): রাজধানীর রমনায় দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০ তম কনভেনশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন...