জুলাই ১, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

বিআরটিসির ভাড়া বাড়লো ১০ টাকা

করপোরেশন, বাসগুলো, ক্ষোভ প্রকাশ, কলেজশিক্ষার্থী, যাতায়াতকারী, বাসগুলো
বিআরটিসি। (ছবি সংগৃহীত)

ঢাকা (৮ নভেম্বর) : ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী বহনকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাসের ভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে। আগে তারা টিকিটপ্রতি ৩০ টাকা করে ভাড়া আদায় করতেন। এখন সেটা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। তবে রুটে অন্যান্য পরিবহনের বাসগুলো ৫০ টাকা করে ভাড়া আদায় করছে।

বেসরকারি পরিবহনের সঙ্গে বিআরটিসিও ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। আসমা নামের এক কলেজশিক্ষার্থী বলেন, আমি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে যাতায়াতকারী অন্যান্য বাসগুলোতে বেশি ভাড়ার কারণে সবসময় বিআরটিসির বাসে করেই যাতায়াত করতাম। কিন্তু আজ এখানে এসেও দেখলাম ১০ টাকা করে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘যদি অন্যান্য বাসের মতো বিআরটিসি বাসের ভাড়াও বাড়ানো হয় তাহলে আর পার্থক্য রইলো কোথায়? সরকারি-বেসরকারি সবাই সমান হয়ে গেল। আমরা যারা সাধারণ মানুষ তাদের কথা কে চিন্তা করবে?’

ঢাকার ফুটপাতে হকারি করেন আতিক। বন্ধন ও উৎসবে বেশি ভাড়ার কারণে তিনি বিআরটিসির বাসে করে যাতায়াত করেন। তবে বিআরটিসি বাসও ভাড়া বাড়ানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেন। আতিক জাগো নিউজকে বলেন, এখন আমার জন্য কষ্টকর হয়ে যাবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার মো. শাহরিয়ার বুলবুল বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পরই আমরা ভাড়া বাড়িয়েছি। সরকার নির্ধারিত আমাদের ভাড়া হয় ৪৬ টাকা ৫০ পয়সা। সেখানে আমরা ৪০ টাকা করে ভাড়া আদায় করছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...