ঢাকা (২১ নভেম্বর) : রাজধানীর বনানীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে বনানীতে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় এসিতে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।