ঢাকা(০৬ জানুয়ারি): আওয়ামী লীগের দোসর এ কে ট্রেডার্স এর মালিক আবদুল খালেক ও তার ছেলে ছাত্রলীগ নেতা তকী তাজওয়ার ফ্যাসিস্ট হাসিনা সরকারের অর্থ দাতা এবং বিভিন্ন অপকর্মের হোতা। বিগত সরকারের সময়ে তারা রাষ্ট্রীয় কেপিআই ভুক্ত গুরুত্বপূর্ণ সকল কার্যালয় কিংবা অফিসে আউটসোর্সিং, ক্লিনিং ও হাউজ কিপিং কাজ করে ছিলো তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে তারা এখনো কাজ করে যাচ্ছে।
২৪ এর জুলাই -আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনকে দমানোর জন্য মেসার্স এ কে ট্রেডার্স ব্যাপক অর্থায়ন করেছিল আন্দোলনকে দমানোর জন। দেশ স্বাধীন হওয়ার পরও তারা এ ধারাবাহিকতা অব্যাহত রেখে তারা এখনো টেন্ডার বাণিজ্যে সক্রিয় কাজ করে আসছে আওয়ামী দোসরা৷ জুলাই পরিবর্তিত অবস্থানের পর এখনো বিভিন্ন জায়গায় এ কে ট্রেডার্স সহ আরও অনেক কোম্পানি সরকারি টেন্ডারে অংশ গ্রহণ করছে এবং বিভিন্ন অফিসে বহাল আওয়ামী দালাল অফিসাররা তাদের কাজ পাইয়ে দিতে সহায়তা করছে।
সর্বশেষ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায় এরা টেন্ডারে অংশ করে।PWD এর কিছু আওয়ামী দোসর অসাধু কর্মকর্তার যোগ সাজসে তারা টেন্ডারের প্রকৃত রেট পেয়ে অংশ গ্রহণ করে।
রাষ্টের এ সকল গুরুত্বপূর্ণ জায়গায় তারা যদি তারা আবার তাদের লোক বল দিয়ে কাজ করায়, তাহলে সচিবালয়ের মত হতে পারে বলে মনে করেন সাধারণ সাধারণ ঠিকাদার ব্যবসায়ী ও দেশের সাধারণ জনগন৷