ঢাকা (২৭ সেপ্টেম্বর): কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব।
আজ সোমবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তিনটি অস্ত্র, ১৫ রাউন্ড গুলি, সাত রাউন্ড তাজা কার্তুজ, তিন হাজার পিস ইয়াবা ও ৩৭ হাজার নগদ টাকা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।এ সময়ে অস্ত্র-গুলি-ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- স্থানীয় বাসিন্দা মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ (২০), আলী করিমের স্ত্রী খালেদা খানম (৩৮),ও নুর বশরের ছেলে আবুল বশর (২৯)।
ডিএনসি টেকনাফের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার বলেন, জব্দকৃত অস্ত্র, গুলি, ইয়াবা, টাকাসহ আটকদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের নামে থাকায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।