ঢাকা(২২ মার্চ): রমযানে যখন অসহায় ছিন্নমূল দুস্থ মানুষেরা সেহেরি খেতে বিপাকে পড়েছেন ঠিক সেই সময়ে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। সভাপতি রিয়াজ মাহমুদের নেতৃত্বে ১১ রোজা শুক্রবার রাতভর মহানগরীর আদাবর, শেখেরটেক, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ৫০০ মানুষের মাঝে এ সেহেরি বিতরণ করা হয়।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি বলেন, রমযানে সহায়হীন এ মানুষদের পাশে থাকতেই এমন আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, রমজানে দারিদ্র্য মানুষের সহায়তা করার মাধ্যমে একটি আত্মিক প্রশান্তি পাওয়া যায়। এ ছাড়া কাজটির দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
এই উদ্যোগে খুশি অসহায় ও ছিন্নমূল এসব মানুষ। কিবরিয়া নামের এক সহায়হীন ব্যক্তি বলেন ইচ্ছে থাকলেও সেহেরি করার সুযোগ অনেক সময় হয় না। অর্ধাহারে অনাহারে কখনও পানি খেয়েই রোজা রাখতে হয়।
এসময় তারা প্রধানমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগসভাপতি রিয়াজ মাহমুদের এর জন্য দোয়া করেন।