ডিসেম্বর ২, ২০২৩ ৩:৪১ পূর্বাহ্ণ

আজ থেকে শুরু হচ্ছে বে অব বেঙ্গল সম্মেলন

ঢাকা(০৭ অক্টোবর ): সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হয় আজ শনিবার থেকে।সম্মেলনে উপস্থিত থাকেন বিভিন্ন দেশের ২০০ জন বক্তা ও দেশি-বিদেশি ৬০০ জন আমন্ত্রিত অতিথি।শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

জিল্লুর রহমান বলেন, এবারের সম্মেলন হবে দ্বিতীয়তম। গত বছরের নভেম্বরে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলন আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন মালির সাবেক প্রধানমন্ত্রী মওসা মারা। এ ছাড়া বিশ্বের ৭৫টি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তা থাকবেন। ৭ থেকে ৯ অক্টোবর তিন দিন ধরে সম্মেলনে ৫০টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের আলোচ্য বিষয় ‘ইন্দো প্যাসেফিক ইস্যু ও ভূরাজনীতি’।

জিল্লুর রহমান বলেন, এই সংলাপের লক্ষ্য বে অব বেঙ্গল এলাকার দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা-বোঝা। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। পাশাপাশি এই অঞ্চলের বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি ও ভূরাজনীতি নিয়ে আলোচনা করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, এবারের সম্মেলনে বক্তা হিসেবে বাংলাদেশি কোনো রাজনীতিবিদ থাকবেন না সেইভাবে। গতবার একটি খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশের অনেক রাজনীতিবিদ ও মন্ত্রীদের আমন্ত্রণ করলেও তাঁরা আসেননি। অনেকে এসেও মঞ্চে কথা বলেননি। সেই পরিপ্রেক্ষিতে এবার দেশের সরকারি বা বিরোধী দলের কোনো রাজনীতিবিদকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে অতিথি হিসেবে থাকবেন অনেকেই।

জিল্লুর রহমান বলেন, দেশের বিভিন্ন সাবেক কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ীরা থাকবেন। তাঁরা কথা বলবেন। আজ সংবাদ সম্মেলনে সিজিএসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আইএবি বিল্ট এক্সপো ২০২৩

আইএবি বিল্ট এক্সপো ২০২৩

ঢাকা(০৯নবেম্বর): বাংলাদেশের স্থপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশের স্থপতি ইনসটিটিউট (বাস্থই) কতৃক আয়োজিত  IAB Build Expo 2023 বা বাস্থই নিমাণ মেলা ২০২৩...

তাপমাত্রা বাড়লে বরেন্দ্র অঞ্চলের খরা দক্ষিণ ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়বে

তাপমাত্রা বাড়লে বরেন্দ্র অঞ্চলের খরা দক্ষিণ ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়বে

গঢাকা(০৫ নভেম্বর): গত শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় পিআইবি কনফারেন্স রুমে নয়টি পরিবেশবাদী সংগঠনের সহযোগিতায় শুরু হওয়া কর্মশালাটি চলে শনিবার বিকাল ৪টা...

হারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তি

ঢাকা(১ নবেম্বর): গত ২৮ অক্টোবর শনিবার সকালে নিজ বাসা থেকে বাহির হওয়ার পর থেকে রেজিয়া বেগম (৬৫) কে আর খুঁজে...

ঢাকায় ১৭তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস

ঢাকায় ১৭তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস

ঢাকা(২৮ অক্টোবর): রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে গতকাল শুক্রবার ১৭তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেসের উদ্বোধন করা হয়। কংগ্রেস সভায়...