ঢাকা (৫ অক্টোবর) : রাজধানীতে বলাকা পরিবহনের একটি বাসে পারভেজ মল্লিক (৩৮) নামে পুলিশের এক এএসআই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এখানে মেডিসিন ওয়ার্ড না থাকায় পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পথচারী সাইদুর রহমান জানান, গাজীপুর থেকে সায়েদাবাদগামী বলাকা পরিবহনের একটি বাসে কে বা কারা ওই পুলিশ সদস্যকে নেশাজাতীয়দ্রব্য খাইয়ে অচেতন করে বাসেই ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, পুলিশের এএসআই পারভেজ মল্লিক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। গাজীপুর মেট্রো পূর্ব থানায় তিনি কর্মরত ছিলেন।
মো. বাচ্চু মিয়া বলেন, বলাকা পরিবহনের বাসে কে বা কারা তাকে চেতনানাশক খাওয়ায়। পরে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা দিয়ে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।