কঠোর বিধি-নিষেধ চলাকালে নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটির কারনে তিন দিন বন্ধ থাকার পর সোমবার (০৯ আগস্ট) খুলবে পুঁজিবাজার। ব্যাংকের লেনদেনের সময় বৃদ্ধি করায় পুঁজিবাজারে লেনদেনও সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
আজ রবিবার বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র আরও জানা যায়, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিন। এ ছাড়া রবিবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে পুঁজিবাজারেরও লেনদেন বন্ধ রয়েছে। ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না। তাই পুঁজিবাজারও বন্ধ। তবে সোমবার থেকে লেনদেন চলবে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম এ বিষয়ে একটি সার্কুলার জারি করেন। এতে বলা হয়, সোমবার ও মঙ্গলবার (০৯, ১০ আগস্ট) ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আর ব্যাংকের লেনদেন সময় বাড়ানোর কারণে পুঁজিবাজারের লেনদেনও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে।



