আগামী বছরের আগে কর্মীদের অফিসে আসতে হবে না বলে জানিয়েছেন আমাজন। যুক্তরাষ্ট্রের দেশটিতে করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট আমাজন।
এই বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত কর্মীদের অফিসে না আনার সিদ্ধান্ত নিয়েছিল আমাজন। তবে তারা এখন সে সময় বাড়িয়ে ২০২২ সালের ৩ জানুয়ারি পর্যন্ত করেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আমাজন জানায়, ‘যেহেতু আমরা কোভিড-১৯ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে থাকি, তাই আমরা করপোরেট কর্মীদের জন্য আমাদের নির্দেশিকায় সামঞ্জস্য আনছি।’ অবশ্য আমাজনের ‘ওয়ার্ক ফ্রম হোম নীতি’ মূলত প্রযোজ্য করপোরেট এবং কারিগরি কর্মীদের ক্ষেত্রে। গুদামের কর্মী ও ডেলিভারি কর্মীদের ক্ষেত্রে এটি কার্যকর নয়। কোম্পানিটির সিংহভাগ কর্মীই এই দুই বিভাগের।
করোনা মহামারি বিশ্বকে এক নতুন ফরম্যাটে দাঁড় করিয়েছে। গত বছর এর প্রকোপ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠানই ওয়ার্ক ফ্রম হোম চালু করে।