সমালোচিত ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে বনানী থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজই আদালতে পাঠানো হবে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বনানী থানার ওসি নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন
এ বিষয়ে তিনি জানান, পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছেন র্যাব সদস্যরা। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা শেষে তাদের আজই আদালতে পাঠানো হবে
দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক, পর্নোগ্রাফি আইনে মামলা এবং পরীমণির বিরুদ্ধে মাদকের মামলা হবে।
গত বুধবার বিকেলে পরীমণির বনানীর বাসায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। অভিযান শেষে মাদকসহ পরীমণিকে আটক করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় র্যাব অভিযানে যায়। দুই ঘণ্টার অভিযান শেষে রাজের বাসা থেকে মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জামসহ তাকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র্যাব সদস্যরা।