মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মেয়াদ পাঁচদিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে চলতি মাসের ৫ তারিখের পরিবর্তে ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ে জানানো হয়, একটি রুটে একাধিক কোম্পানির যানবাহন চলাচল করে থাকে। মালিকরা একেকদিন একেকটি কোম্পানির বাস চালাবেন। সেই সঙ্গে পরিবহণের চালক ও তার সহকারী এবং ১৮ বছরের বেশি বয়সের যাত্রীদের করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে।
তবে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে রোটেশন পদ্ধতি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। লঞ্চ, স্টিমার ও রেলওয়ে একইভাবে রোটেশন পদ্ধতিতে চলবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।