ঢাকা (০১ জানুয়ারি):নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেপালের পরিবেশকর্মী কিরান কিশোর সাপকথার উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ ডায়মন্ড ও লিও ক্লাব অব গভমেন্ট বাঙলা কলেজের সহযোগিতায় সোমবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
পোলিও রোগে আক্রান্ত হয়ে চলার শক্তি হারালেও কিরান কিশোর সাপকথা এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৭ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন। “My Green and Clean School in Bangladesh” ব্যানারের আওতায় বাঙলা কলেজ ক্যাম্পাসে মোট ৩০টি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫এ১–এর জিএমটি কো-অর্ডিনেটর ও লিও ক্লাব অব গভমেন্ট বাঙলা কলেজের অ্যাডভাইজার মোরসালিন খান, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আরমান হোসেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান এবং উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও লিও ক্লাব অব গভমেন্ট বাঙলা কলেজের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ খান, সেক্রেটারি সৈকত রায়সহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আরমান হোসেন বলেন,“নেপাল-বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ উদ্যোগ আগামী দিনে উভয় দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আমরা সবুজ পৃথিবীর স্বপ্ন দেখি, আজকের এই কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ।”
পরিবেশকর্মী কিরান কিশোর সাপকথা জানান,“আমি পোলিও আক্রান্ত হলেও থেমে থাকিনি। গাছ লাগিয়ে পৃথিবীকে সুন্দর করা আমার লক্ষ্য। বাংলাদেশে এসে গাছ লাগাতে পেরে আমি আনন্দিত।”
আয়োজকরা জানান, এ ধরনের যৌথ পরিবেশবান্ধব কর্মসূচি শুধু সবুজায়নেই অবদান রাখবে না, বরং বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে।



