সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

পাঁচ লাখ রুপি পুরস্কার পেলেন সাহসী মুসকান

ঢাকা(১০ ফেব্রুয়ারি): ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যের ওই হিজাবি শিক্ষার্থীর জন্য ঘোষিত পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। হিজাব বিতর্কের মধ্যেই কলেজ প্রাঙ্গণে গেরুয়া পরা একদল তরুণের সামনে একাই প্রতিবাদ করে সাহসী ভূমিকা রাখায় শিক্ষার্থী মুসকান খানের হাতে পাঁচ লাখ রুপির চেক তুলে দেওয়া হয়। এক টুইট বার্তায় একথা জানিয়েছে সংগঠনটি।

গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণাটকের মান্দিয়া জেলায় শিক্ষার্থী মুসকান খান ও তাঁর বাবা হুসাইন খানের হাতে এ পুরস্কার তুলে দেয় ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল।

সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মুসকানকে পুরস্কার দেওয়া হয়। এ সময় তাঁকে ইসলামী অনুশাসন মেনে শিক্ষা সম্পন্ন করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আরও জানা যায়, হিজাব বিতর্কের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে নিজ ক্যাম্পাসে আসেন মান্দিয়ার পিইসি কলেজের শিক্ষার্থী মুসকান। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণকে তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে দেখা যায় এবং তাঁর কাছে আসার চেষ্টা করে।

কিন্তু ওই হিজাবি ছাত্রী নির্ভয়ে কলেজ ভবনের দিকে এগিয়ে যান এবং হাত ওপরে তুলে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে থাকেন। পরে কলেজের শিক্ষকরা তাঁকে সরিয়ে নেন। একাই একদল তরুণের সামনে তাঁর প্রতিবাদের ভিডিও চিত্র ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।এখন পুরো বিশ্বের প্রশংসায় ভাসছেন ওই ছাত্রী। কলেজ চত্বরে থেমে এক ব্যক্তিকে উদ্দেশ করে মুসকান বলেন, ‘আমি বোরকা পরলে সমস্যা কী?’

ঐদিন ঘটনার পর এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মুসকান বলেন, ‘আমি মোটেও ভীত ছিলাম না। আমি কলেজে প্রবেশ করলে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কারণ আমি বোরকা পরেছি। তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া শুরু করে। আমিও ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার শুরু করি। কলেজের অধ্যক্ষ এবং প্রভাষকরা আমাকে রক্ষা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...

লিও জেলা ৩১৫ এ১-এর ২৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লিও জেলা ৩১৫ এ১-এর ২৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা(২৯ জুন): রাজধানীর বাংলাদেশ লায়ন্স ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো লিও জেলা ৩১৫ এ১-এর ২৯তম বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স...

লস এঞ্জেলসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত লেখক ইসমাইল হোসেন

ঢাকা(২৩ নভেম্বর): গত ১৮ই নভেম্বর লস এন্জলসে লেখক সংগঠক ইসমাইল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।দুর দুরান্ত থেকে আসা বাঙালীদের ফুলেল শুভেচ্ছায়...