আগস্ট ২৮, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

ধানমন্ডিতে হতে যাচ্ছে ‘বারুণী’র পৌষ মেলা

ধানমন্ডিতে আয়োজিত হতে যাচ্ছে ‘বারুণী’র পৌষ মেলা
ধানমন্ডিতে হতে যাচ্ছে ‘বারুণী’র পৌষ মেলা

ঢাকা (0৮ ডিসেম্বর): নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও দেশীয় উদ্যোক্তাদের বানানো নিজস্ব পণ্য সবার সামনে তুলে ধরতে আগামী ১০ ও ১১ ডিসেম্বর পৌষ মেলার আয়োজন করছে ‘বারুণী’। মেলাটি আয়োজিত হবে ধানমন্ডির মাইডাস সেন্টারে।

এবারের পৌষ মেলায় থাকছে ২৭ টিরও বেশি দেশীয় পণ্যের স্টল এবং ৫ টি খাবারের স্টল। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলার দুই আয়োজক সুস্মিতা সুস্মি ও সঞ্জীব ঘোষ জানান, “আমাদের ‘বারুণী’ মেলায় অংশগ্রহণকারী বেশীরভাগ উদ্যোক্তাগণই নারী। তাদের সৃজনশীল কাজের সফলতা যেন সকলের কাছে পৌঁছাতে পারে সেজন্যই আমাদের এই মেলার আয়োজন। এখানে অনলাইনভিত্তিক দেশী পণ্যের উদ্যোক্তারাই বেশি অংশ নিয়ে থাকেন। মেলায় আগত অতিথিরা তাদের পণ্য ছুঁয়ে দেখবে, উদ্যোক্তাদের আরো উৎসাহিত করবে, এটাই বারুণীর মূল চাওয়া।”

এবারের মেলায় প্রথমবার অংশ নিচ্ছে ‘তায়সা’। এই স্টলের দুই কর্ণধার সৈয়দা শারমিন ও সাবরিয়া আজাদ জানান, “বারুণী মেলায় এবারই প্রথম অংশ নিচ্ছি। সবসময়ই বারুণীর মেলায় ঘুরতে গেলে একটা চিন্তা থাকত যে স্টল নিলে, বারুণীর মেলাতেই স্টল নিবো। ওদের মেলাগুলো অনেক স্নিগ্ধ, গোছানো আর সবচেয়ে বড় কথা তারা দেশীয় পন্যের পসরা নিয়ে কাজ করে। যা একেবারে আমাদের মনের মতো।”

মেলায় অংশ নেয়া দেশীয় পণ্যের আরেক স্টল চিত্রাঙ্গদার কর্ণধার খাদিজা কুবরা বলেন, “বারুণী মেলার অংশ নিয়েছিলাম শারদীয় উৎসবে, এরপর আবারও থাকছি বিজয়ের মাসে পৌষ মেলায়। বারুণী মেলা মানেই অন্যরকম উৎসবের আমেজ। এখানে শুধু উদ্যোক্তাদের মেলাই বসে না কিংবা শুধু কেনাকাটা-ই হয় না, বরং সবাই নিজেদের সাথে একটা বন্ধনে আবদ্ধ হয়, যা সবসময়ই সহযোগী মনোভাব নিয়ে কাজ করতে অনুপ্রেরণা দেয়।”

এর আগেও ‘বারুণী’ আয়োজন করেছিল শরৎ ও শারদীয় মেলা। বরাবরের মতো এবারের মেলাতেও থাকছে উদ্যোক্তাদের নিজেদের হাতে তৈরী করা দেশীয় ঘরানার শাড়ি, গহনা, ঘর ও নিজেকে সাজানোর আইটেম সহ বিভিন্ন পণ্যর সমারোহ এবং সাথে থাকছে অতিথিদের জন্য ৫টি খাবারের স্টলও।

এবারের উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ প্রতিষ্ঠান ত্রিনয়নী- এর ব্যবস্থাপক পূর্ণিমা প্রভা কুরী তাদের পণ্য সম্পর্কে ধারনা দিতে গিয়ে বলেন, “আমরা কাজ করছি হাতে তৈরি করা কাঠের গহনা, অ্যান্টিক, অক্সিডাইসের গহনা, টিপ, আয়না, ও ব্যাগ নিয়ে। এছাড়া নারী, পুরুষ নির্বিশেষে তাদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আরও নতুন পণ্যসামগ্রী নিয়ে কাজ করার ইচ্ছে আছে।”

ঢাকা তো বটেই, ঢাকার বাইরের উদ্যোক্তারাও থাকছেন এবারের পৌষ মেলায়। এর মধ্যে রয়েছে- খুঁত, আলেখ্য, হাত বাক্স, মায়ের রসুই, বিনোদিনী, ঋ, অন্যকথা, হংস মিথুন,  পাঁচফোড়ন সহ প্রায় ২৭ টির মতো উদ্যোক্তা প্রতিষ্ঠান। ধানমন্ডির মাইডাস সেন্টারের ১২ তলায় আয়োজিত এই ‘বারুণী’ মেলা অতিথিরা উপভোগ করতে পারবেন আগামী ১০ ও ১১ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

ঢাকা (০৯মার্চ) বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’...

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

ঢাকা(১৯ অক্টোবর): ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল ১৮ অক্টোবর ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের...

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা(২৮ আগষ্ট): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।...