নভেম্বর ২৩, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

করোনায় আরও ৬ জনের মৃত্যু

মৃত্যু, আক্রান্ত, বিজ্ঞপ্তি, অধিদপ্তর, করোনায়
করোনায় মৃত্যু। ছবি : সংগৃহীত

ঢাকা (১৭ নভেম্বর) : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৭৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫১ লাখ ৩৩ হাজার ৬৭২ জন। বিপরীতে সেরে উঠেছেন ২৩ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৮৩২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৩৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মৃত্যু, ভ্যারিয়েন্ট, মৃত্যু, ওমিক্রন, বৃটেন,

কোভিড: বৃটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

ঢাকা (১৩ ডিসেম্বর): কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে বৃটেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই মৃত্যুর খবর দিয়েছেন।...