জুলাই ৫, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ণ

বায়তুল মোকাররম ঘিরে আজও নিরাপত্তা জোরদার

নিরাপত্তা জোরদার , বিক্ষোভ, নিক্ষেপ , পুলিশ, অভিজ্ঞতা, মামলা
নিরাপত্তা জোরদার (ফাইল ফটো)

ঢাকা ( ২২ অক্টোবর ) :  গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয় বিক্ষোভ মিছিল, করা হয় ইটপাটকেল নিক্ষেপ। ওইদিন হামলার অভিযোগ তুলে তিনটি মামলাও করেছে পুলিশ। গত শুক্রবারের অভিজ্ঞতার আলোকে আজও কেন্দ্রীয় মসজিদ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের আগে থেকেই পল্টন মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেইট এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। অন্যান্য দিনের তুলনায় আজ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। পুরোনো পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

পুলিশ বলছে, আজ কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নেই। তাবে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে বায়তুল মোকাররম মসজিদসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, আজ কোনো দলের পূর্বঘোষিত কর্মসূচি নেই। তবে গত ১৫ অক্টোবর কুমিল্লার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর জের ধরে আরও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বায়তুল মোকাররম এলাকায় বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত সপ্তাহেও নামাজের পড়ে বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশের ওপর হামলা হয়েছে। আজ এমন অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...