ঢাকা (০৯ অক্টোবর): বিশ্বের সর্ববৃহৎ সেবা মূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অন্তর্গত লায়ন্স জেলা ৩১৫এ১ এর লিও ক্লাব নিউ ডায়মন্ডের উদ্যোগে দিনব্যাপী অক্টোবর সেবা সার্ভিসের নানা কর্মসূচি পালন করা হয়। আজ শনিবার (০৯ অক্টোবর) হযরত শাহ আলী মডেল হাই স্কুলে এই কার্যকম পরিচালিত হয়।
বৃক্ষ রোপনের মাধ্যমে সেবা কার্যকমের উদ্ভোধন করেন লায়ন গোলাম ফারুক স্যার । তার পর যথাক্রমে অ্যাওয়ারনেস ক্যাম্পিং ও ফ্রি ব্লাড গ্রুপিং চেক করা হয়।
উক্ত সেবা কার্যক্রমে স্কুলকে ১৫ টি ফল গাছ উপহার দেওয়া হয়। এছাড়া টেকনোলজি এবং শিক্ষার উপরে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পিং করা হয় । এর সাথে সাথে ১৭৫ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং চেক করে দেওয়া হয়।
সেবা কার্যক্রম অনুষ্ঠান পরিদর্শনে আসেন লায়ন্স জেলা ৩১৫এ১ এর ডিস্ট্রিক লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ এমজেএফ।সাবেক ডিস্ট্রিক গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ। ১ম ডিস্ট্রিক গভর্নর ও অক্টোবর সেবা অনুষ্ঠান -২০২১ এর চেয়ারম্যান লায়ন প্রকৌশলী মোস্তফা কামাল পিএমজেএফ। লায়ন কাজী জিয়া উদ্দিন বাছেত পিডিএম,পিএইচডি সহ ডিজি টিমের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া লিও ৩১৫এ১ এর ডিস্ট্রিক প্রেসিডেন্ট লিও জনি আকন্দ ও সেক্রেটারি ফরহাদ তালুকদার সহ লিও ডিস্ট্রিকের আরও নেতৃবৃন্দ পরিদর্শনে আসেন।