ঢাকা (৪ অক্টোবর) নোয়াখালীর সেনবাগে দাফনের সাড়ে চারমাস পর ময়নাতদন্তের জন্য বেলাল হোসেন (১৯) নামের এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মংচিংনু মারমার উপস্থিততে উপজেলার শায়েস্তানগর গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে গত ১৬ মে আবদুল গোফরানের ছেলে বেলাল হোসেনকে একই এলাকার সাইফুল ইসলাম, আরাফাত হোসেন বাবু ও বেগমগঞ্জ এলাকার লাউতলী গ্রামের মোশারেফ হোসেন আহম্মদিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সড়কে পরিকল্পিতভাবে হত্যা করেন।
পরে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রচার করেন। ওই রাতেই মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরে হত্যার বিষয়টি বুঝতে পেরে নিহতের বড় ভাই মোফাজুল হোসেন ওরফে উজ্জল বাদী হয়ে গত ২২ আগস্ট আদালতে মামলা করেন। পরে পুলিশ আসামি সাইফুল ইসলাম ও মোশারেফ হোসেনকে গ্রেপ্তার করে।
এদিকে বেলাল হোসেনের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে পুলিশের আবেদন মঞ্জুর করে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। পরে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।