ঢাকা (১ অক্টোবর) : বান্দরবানের আলীকদমে ঘরের মেঝে খুঁড়েতে পাঁচ লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার উত্তর পালং পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- তাদের কাজের ছেলে শফিউল্লাহ (২২)ও ওই এলাকার কবির হাজীর ছোট ছেলে মনির হোসেন(২৪) ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় কবির হাজির ঘরের মেঝে খুঁড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, অভিযানের পর র্যাব সদস্যরা জব্দকৃত ইয়াবা ও আটকদের থানায় নিয়ে আসেন।
পরে তাদের থানায় হস্তান্তর না করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।