ঢাকা (২৪ সেপ্টেম্বর): ঢাকা বিভাগেই সাড়ে তিন হাজার মাদক কারবারি রয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি করা এক তালিকা ধরে তারা মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনা নিয়ে আজ শুক্রবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আগেও মাদক কারবারিদের তালিকা তৈরি করেছিল। অবশ্য, সম্প্রতি এ তালিকা হালনাগাদ করা হয়েছে। এখন ঢাকা বিভাগের মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ফজলুর রহমান বলেন, অভিযান পরিচালনার জন্য জনবল ও সক্ষমতা আগের তুলনায় বেড়েছে।