ঢাকা (২১ সেপ্টেম্বর) চলতি বছর এ পর্যন্ত ১৬ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৩৬ জন ও ঢাকার বাইরে ১৩৫ জন রোগী ভর্তি আছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৪৬ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২১১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৫ জন।
চলতি বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ২২২ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ১৩২ জন।