এপ্রিল ২৫, ২০২৪ ৭:২৬ পূর্বাহ্ণ

ঝড়ের কারণে তিনশ অভিবাসীকে আশ্রয় দিল ইতালি

ইতালি , অভিবাসন , প্রত্যাশী, ইউরোপ, সিসিলি, উদ্ধারকারী, দেওয়া
ঝড়ের কারণে তিনশ অভিবাসীকে আশ্রয় দিল ইতালি। ছবি : সংগৃহীত

ঢাকা (১১ নভেম্বর) : উত্তাল ভূমধ্যসাগরে গেল কয়েকদিন যাবত ভাসতে থাকা তিন শতাধিক অভিবাসন প্রত্যাশীকে শেষ পর্যন্ত তীরে নামানোর অনুমতি দিল ইউরোপের দেশ ইতালি।

গত বুধবার ৩০৬ অভিবাসীকে নিয়ে সিসিলি যাওয়ার অনুমতি পেয়েছে উদ্ধারকারী জাহাজ ওশিন ভাইকিং।

ইউরোপভিত্তিক দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানির করা টুইটের বরাতে মার্কিন মিডিয়া দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, ওশিন ভাইকিংয়ের আরোহীদের জন্য বিশাল স্বস্তি। ইতালির সামুদ্রিক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, জাহাজের ৩০৬ আরোহী সিসিলির অগাস্টায় নামতে পারবে।

অভিবাসন প্রত্যাশীদের তীরে নামার অনুমতি দেওয়ার কারণ হিসেবে সংস্থাটি জানায়, রাতে আরও একটি প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। তীরে নামানোর প্রক্রিয়ায় কোনো ধরনের স্থবিরতা এড়াতে কর্তৃপক্ষগুলোকে প্রস্তুত হতে আহ্বান জানানো হয়েছে।

অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টা আগেই ওশিন ভাইকিংয়ের ক্রুরা জানিয়েছিলেন, প্রবল বৃষ্টিতে জাহাজের ডেকে থাকা অভিবাসন প্রত্যাশীরা পুরোপুরি ভিজেছেন এবং ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছিলেন। মূলত বিরূপ আবহাওয়ায় মঙ্গলবার দিবাগত রাতে জাহাজটিতে দুই মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছিল বলে জানায় এসওএস মেডিটেরানি।

অবৈধ অভিবাসন প্রতিহতে ইতালি সরকারের ওপর রাজনৈতিক চাপ ক্রমেই বৃদ্ধি পেয়েছে। সমুদ্রপথে পৌঁছান অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে না দেওয়ার দাবি জোরদার হচ্ছে দেশটিতে। কিন্তু শক্তিশালী ঝড়ের মুখে মানবিক কারণে ওশিন ভাইকিংয়ের আরোহীদের তীরে নামিয়ে দেওয়ার অনুমতি দিয়েছে দেশটি।

উল্লেখ্য, গেল সপ্তাহে অসুস্থ ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠ পরিজন মিলিয়ে মোট আটজন অভিবাসন প্রত্যাশীকে জাহাজটি থেকে নামিয়ে নিয়েছিল দেশটির কোস্টগার্ড। সেই থেকে নয় শিশুসহ জাহাজের বাকি ৩০৬ অভিবাসন প্রত্যাশী লাম্পেদুসা উপকূলে উদ্ধারের অপেক্ষায় দিন গুনছিলেন।

এরপর গত রবিবার সি-আই ৪ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ টানা কয়েকদিন অপেক্ষার পর অনুমতি পেয়ে সিসিলির ত্রাপানি বন্দরে পৌঁছায়। জাহাজটিতে মোট আট শতাধিক অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানা যায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

লস এঞ্জেলসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত লেখক ইসমাইল হোসেন

ঢাকা(২৩ নভেম্বর): গত ১৮ই নভেম্বর লস এন্জলসে লেখক সংগঠক ইসমাইল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।দুর দুরান্ত থেকে আসা বাঙালীদের ফুলেল শুভেচ্ছায়...

বিশ্ববাজারে পাম অয়েলের দাম কমলেও দেশীয় বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি

বিশ্ববাজারে পাম অয়েলের দাম কমলেও দেশীয় বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি

বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ দাম কমে অর্ধেকে নেমে এসেছে। বিশ্বের সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদানকারী দেশ মালয়েশিয়াতে বর্তমানে প্রতি টন পাম...