এপ্রিল ১৯, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

নেপালে ইলেকট্রিক কেটলি রপ্তানি শুরু করেছে ভিশন

বিপণনকারী , ভিশন, নরসিংদী, রাইস কুকার, টেলিভিশন, আয়রন, ব্লেন্ডার,
ফ্যাক্টরি। ছবি : সংগৃহীত

ঢাকা (১৫ ডিসেম্বর): নেপালে ইলেকট্রিক কেটলি রপ্তানির কাজ শুরু করেছে দেশীয় ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ভিশন। শুক্রবার নরসিংদীর পলাশে অবস্থিত ভিশনের কারখানা থেকে ইলেকট্রিক কেটলির প্রথম চালান নেপালে পাঠানো হয়।

ভিশন-এর প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলাম বলেছেন, নেপাল থেকে আমরা ভালো ক্রয়াদেশ পাচ্ছি। এরই মধ্যে আট হাজার ২৪৪ পিসের একটি চালান কারখানা থেকে পাঠানো হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আরও প্রায় এক লাখ পিস কেটলি পাঠানো হবে।

তিনি আরও বলেছেন, আশা করছি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আগামী দিনে টেলিভিশন, আয়রন, ব্লেন্ডার, রাইস কুকারসহ অন্যান্য পণ্যও এর সঙ্গে যুক্ত হবে।

তিনি বলেন, উন্নত প্রযুক্তিতে বিশ্বমানের পণ্য উৎপাদন ও ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার কারণে অল্পসময়ের মধ্যে ভিশন দেশের বাজারে গ্রাহকদের কাছে বিশাল একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। দেশের বাজারে ভিশন ইলেকট্রনিকস পণ্যের বার্ষিক প্রবৃদ্ধি ৪০ শতাংশের বেশি। এখন আমাদের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশেও ভিশন ব্র্যান্ডের পণ্য পৌঁছে দেওয়া।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানায়, মানসম্মত পণ্য উৎপাদন করতে পারলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের উৎপাদিত ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্যও খুব ভালো করবে। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং এরই মধ্যে ভিশনের টেলিভিশন, রেফ্রিজারেটর, ফ্যান, ব্লেন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক আয়রন, কেটলিসহ কয়েকটি পণ্য রপ্তানি শুরু করেছি।

তিনি আরও জানায়, ভিশনের পণ্য বর্তমানে ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকা, ঘানা ও ফিজিতে রপ্তানি হচ্ছে। শিগগির ভুটানসহ আরও কয়েকটি দেশে পণ্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আজ শেষ হচ্ছে বাজুস ফেয়ার-২০২৪

আজ শেষ হচ্ছে বাজুস ফেয়ার-২০২৪

ঢাকা(১০ ফেব্রুয়ারি): সারাদেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের প্রাণের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল...

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

ঢাকা( ১৮ অক্টোবর) : কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের...

এ সপ্তাহেই আমদানিকৃত ডিম দেশে আসবে-বাণিজ্যমন্ত্রী

এ সপ্তাহেই আমদানিকৃত ডিম দেশে আসবে-বাণিজ্যমন্ত্রী

ঢাকা(১৮ অক্টোবর):আগামী তিন-চারদিনের মধ্যেই আমদানিকৃত ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। রাজধানীর ধানমন্ডি লেক (ডিঙ্গি) সংলগ্ন...

সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই আহরণে শেখ হাসিনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে

সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই আহরণে শেখ হাসিনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে

ঢাকা(২আগস্ট):সামুদ্রিক মৎস্যসম্পদের পরিমিত ও টেকসই আহরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...