নভেম্বর ১৯, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

নিলামে ইভ্যালির ৭ গাড়ি, বিক্রি ২ কোটি ৯০ লাখ টাকা

ঢাকা(১০ ফেব্রুয়ারি): হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি খোলা নিলামে বিক্রি করেছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ।আদালতের এক নির্দেশনা অনুযায়ী, হাইকোর্টের একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এই গাড়ি গুলোর নিলাম অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ধানমণ্ডি ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হয়। এ নিলামে ১৩০ জন ডিলার নিলাম কার্ড সংগ্রহ করেন।নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার।

প্রথমে বিলাসবহুল রেঞ্জ রোভার ব্র্যান্ডের (ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮) গাড়িটি নিলামে তোলা হয়। গাড়িটির ন্যূনতম ১ কোটি ৬০ লাখ টাকা নিলামের মূল্য ধরা হয়। এই গাড়িটি সর্বোচ্চ দাম ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন হাবিবুর রহমান নামের এক প্রকৌশলী।

তারপর টয়োটা প্রিউস ব্র্যান্ডের একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৩ লাখ ৫০ হাজার টাকা। এই গাড়িটি সর্বোচ্চ মূল্য ১৭ লাখ ৩০ হাজার টাকা দিয়ে মো. রিপন ইসলাম কিনে নেন।

টয়োটা সিএইচআর ব্র্যান্ডের গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৮ লাখ টাকা।  এই গাড়িটির সর্বোচ্চ মূল্য ২৩ লাখ ৮০ হাজার টাকায় কিনে নেন প্রশান্ত ভৌমিক নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ী।

টয়োটা এক্সিও ব্র্যান্ডের একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ৯ লাখ ৮০ হাজার টাকা।  এই গাড়িটির সর্বোচ্চ মূল্য ১৫ লাখ ৩৫ হাজার টাকায় কিনে নেন আবুল হাসনাত রাসেল।

টয়োটা এক্সিও ব্র্যান্ডের আরও একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ৯ লাখ ৮০ হাজার টাকা। এই গাড়িটি সর্বোচ্চ মূল্য ১৫ লাখ টাকায় ওই রেস্তোরাঁ ব্যবসায়ী প্রশান্ত ভৌমিক কিনে নেন।

হোন্ডা ভেসেল ব্র্যান্ডের গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৬ লাখ টাকা।  এটি সর্বোচ্চ নিলাম মূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনে নেন আইনজীবী কানিজ ফাতেমা।

টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাসের ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১২ লাখ টাকা।  এটি সর্বোচ্চ নিলাম মূল্য ২০ লাখ টাকা দিয়ে কিনে নেন রিয়াজ উদ্দিন।

নিলামের মাধ্যমে এই সাতটি গাড়ি মোট ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়।নিয়ম অনুযায়ী নিলাম চলাকালেই দরের ২০ শতাংশ টাকা পরিশোধ করতে হয়েছে। বাকি টাকা সর্বোচ্চ সাত দিনের মধ্যে পরিশোধ করে গাড়ি বুঝে নিতে পারবেন ক্রেতারা। গাড়ির মূল্যের সঙ্গে সাড়ে ১৭ শতাংশ ভ্যাট ট্যাক্স দিতে হবে ক্রেতাদের।

নিলাম শেষে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আমরা নিলামের মাধ্যমে ইভ্যালির কর্মকর্তারা যেসব গাড়ি ব্যবহার করতেন- তা বিক্রি করেছি। আমরা আরও চারটি গাড়ির সন্ধান পেয়েছি। যা ইভ্যালি থেকে এক রকম চুরি করা হয়েছে। আগামী রোববারের মধ্যে যদি ইভ্যালির ওই গাড়িগুলো আমাদের কাছে হস্তান্তর করা না হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গাড়ি জব্দের সঙ্গে সঙ্গে আমরা তাদের বিরুদ্ধে গাড়ি চুরির মামলা দিব। এছাড়াও ইভ্যালির কাছে যেসব গ্রাহকরা টাকা পাওনা রয়েছে, আমরা খুব শিগগিরই অডিটের মাধ্যমে একটা ডাটা তৈরি করে হিসাব করে তাদের পাওনা বুঝিয়ে দিব।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

ঢাকা(১৯ অক্টোবর): ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল ১৮ অক্টোবর ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের...

রামগতি ও কমল নগরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রামগতি ও কমল নগরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঢাকা(৮ সেপ্টেম্বর): লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় বন্যা দূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লায়ন্স ইন্টারন্যশনাল বাংলাদেশ৷ গতকাল...